বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা 

রাজবাড়ীর পাংশায় আশা লতা দাস (৭৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আশা লতা দাস পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার দাসের স্ত্রী।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটেছে।

সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বলেন, ভোর রাতে ওই বৃদ্ধা মহিলাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। তবে তার কোন শত্রু ছিলো না। তিনি বাড়ীিতে একাই থাকতেন। ধারনা করা হচ্ছে ছিচকে চোর অথবা মাদকসেবীরা কোন কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে।

পাংশা থানার ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ক্লু উদ্ধার ও হত্যাকারী গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। 

টিএইচ